চার বছর ধরে চিকিৎসা দিচ্ছিলেন ‘ভুয়া ডাক্তার’

|

কক্সবাজার শহরের হাসপাতাল সড়কে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‍্যাবের একটি দল। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে স্থানীয় ন্যাশনাল মেডিকেল সেন্টার থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে ঐ ডাক্তার ভুয়া পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। আটককৃত ডাক্তারের নাম দীপংকর বিনোদ শর্মা প্রকাশ । সে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জগদিশ চন্দ্র শর্মার পুত্র।

র‍্যাব- ১৫ কক্সবাজারের উপ অধিনায়ক তানবীর হাসান জানান, আটককৃত ভুয়া ডাক্তারের কাছে প্রাতিষ্ঠানিক কোনো সনদ পত্র নেই। আটকের পরও সে ডাক্তারি পেশার কোনো কাগজ পত্র দেখাতে পারেনি। অভিযোগ রয়েছে সে নিজস্ব চেম্বার খুলে ৩/৪ বছর ধরে রোগীর সাথে প্রতারণা করে আসছে। র‍্যাবের কাছে এ ধরণের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে রাতে তার চেম্বার থেকেই তাকে হাতে নাতে আটক করা হয়।

আরও পড়ুন: মনোনয়নপত্র জমা দিয়েই গ্রেফতার হলেন সাবেক ইউপি চেয়ারম্যান


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply