মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিনে তার জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুতুল বাংলাদেশে অটিজমবিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘বেগম রোকেয়া দিবস উদ্যাপন’ এবং ‘বেগম রোকেয়া পদক-২০২১’ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধান অতিথির বক্তব্যে নিজের মেয়ের জন্য দোয়া চান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, পুতুলের কারণেই আজ অটিজমে আক্রান্তরা সমাজের মূলধারার সঙ্গে মিশে যেতে পারছে, স্বীকৃতি পেয়েছে। অটিজম আক্রান্তদের মা-বাবারা এখন আর মুখ লুকিয়ে রাখেন না। সবার মানসিকতায় পরিবর্তন এসেছে।
মানসিক স্বাস্থ্য ও অটিজম নিয়ে অসামান্য অবদান রাখার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৪ সালে সায়মা ওয়াজেদকে ‘এক্সেলেন্স ইন পাবলিক হেলথ অ্যাওয়ার্ড’ প্রদান করে। ২০১৯ সালে মানসিক স্বাস্থ্য নিয়ে সৃষ্টিশীল নারী নেতৃত্বের ১০০ জনের তালিকায়ও স্থান করে নিয়েছেন তিনি।
Leave a reply