ইভ্যালিকাণ্ডে তাহসান-মিথিলা-ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

|

ছবি: সংগৃহীত

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে জনপ্রিয় তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক এ মামলা করেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) মামলার বিষয়টি ধানমন্ডি থানা পুলিশ নিশ্চিত করেছে। মামলায় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মোহাম্মদ রাসেলকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বাদীর অভিযোগ, তার আত্মসাৎকৃত টাকার পরিমাণ ৩ লাখ ১৮ হাজার।

আরও পড়ুন: বাসর রাতেই বিড়াল মারো, প্রচলিত কথার বিরুদ্ধে সোচ্চার হলেন মিথিলা (ভিডিও)

মামলার এজাহার সূত্রে জানা গেছে, তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি ও বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এসব তারকাদের কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply