উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালাচ্ছে চীন: যুক্তরাজ্যভিত্তিক ট্রাইব্যুনালের রায়

|

জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুরদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে চীন সরকার। জিনপিং প্রশাসনকে অভিযুক্ত করে যুক্তরাজ্যভিত্তিক একটি স্বাধীন ট্রাইব্যুনাল এই রায় দেয়।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঘোষিত ওই রায়ে ঐ রায়ে বলা হয়, জাতিগত নিধন চালানোর মানসিকতা থেকেই উইঘুরদের ওপর জন্ম নিয়ন্ত্রণ এবং খোঁজাকরণের মতো সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে সরকার। রায়ে একে কৌশলগত গণহত্যা আখ্যা দেয়া হয়েছে।

ট্রাইব্যুনালে জানানো হয়, উইঘুরদের ধরে ধরে হত্যা করা হচ্ছে না। বরং তারা যেন বংশবিস্তার না করতে পারে সেটি নিমর্মভাবে নিশ্চিত করেছে চীনের ক্ষমতাসীন পার্টি। প্রেসিডেন্ট শি জিনপিএক ঠান্ডা মাথার হত্যাযজ্ঞের মূল কারিগর আখ্যা দেন বিচারালয়ের সভাপতি এবং প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার জেফ্রি নাইস।

আরও পড়ুন : মিয়ানমারের জান্তাপ্রধান মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত

অবশ্য রায় ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ লন্ডনের এই ট্রাইব্যুনাল। তাদের ওই রায় বাস্তবায়নের কোনো আইনি ক্ষমতা নেই। চীন সরকার ১০ হাজারের বেশি উইঘুর সংখ্যালঘুকে হত্যা করেছে বলে ইতিপূর্বে জাতিসংঘও অভিযোগ করেছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply