অলিম্পিকে কূটনীতিক বয়কটের সিদ্ধান্ত খুবই গুরুত্বহীন: ম্যাকরন

|

ছবি: সংগৃহীত

শীতকালীন অলিম্পিকে কূটনীতিক বয়কটের সিদ্ধান্ত খুবই গুরুত্বহীন এবং নিছক প্রতীকী প্রতিবাদ। বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। একই সময় জানান, স্রোতে গা ভাসানোর কোনো পরিকল্পনা নেই ফ্রান্সের।

সংবাদ বিবৃতিতে প্রেসিডেন্ট আরও বলেন, খেলার জগতকে রাজনীতির জন্য ব্যবহার করা উচিত নয়। যেসব দেশ কূটনীতিক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তাদের উদ্দেশ্যে ম্যাকরন বলেন, পুরোপুরি বয়কট করুন অলিম্পিক, কোনো অ্যাথলেটও পাঠাবেন না। নতুবা যে উদ্দেশে আসরটি পরিহার করছেন, সেটি সফল হবে না। এর আগে, রাশিয়াও জানায় একই সিদ্ধান্ত।

জিনজিয়াংয়ে উইঘুরসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চীন সরকারের নিপীড়নের প্রতিবাদে কূটনৈতিক বয়কট করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান ও নিউজিল্যান্ড।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply