‘অনুমতি ছাড়া বিএসএফকে ঢুকতে দেবেন না’, পুলিশকে মমতার বার্তা

|

ছবি: সংগৃহীত।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যাতে কোনোভাবেই অনুমতি ছাড়া গ্রামে ঢুকতে না পারে সে বিষয়ে রাজ্য পুলিশকে কড়া নজর রাখতে বলেছেন পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) একটি প্রশাসনিক বৈঠকে বসে এ বার্তা দেন তিনি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মমতা বলেন, বিএসএফ তাদের কাজ করবে, আর পুলিশকেও পুলিশের কাজ করতে দিতে হবে। মানুষের ওপর কোনো অত্যাচার হোক আমরা তা চাই না। এ সময় রাজ্য পুলিশের উদ্দেশ্যে মমতা বলেন, বিএসএফ যাতে কোনোভাবেই অনুমতি ছাড়া গ্রামে ঢুকতে না পারে সেজন্য কঠোরভাবে নজরদারি বাড়াতে হবে। প্রয়োজনে আপনারা নাকা চেকিং বাড়ান।

আরও পড়ুন: ওমিক্রন আতঙ্ক: ভারতে চালু হচ্ছে না আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট

এর আগে, ভারতের সাথে বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা— পশ্চিমবঙ্গ, আসাম ও পাঞ্জাবে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। সে অনুযায়ী বিএসএফের এখতিয়ারভুক্ত এলাকা ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়। তবে এতে চরম অসন্তোষ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ।

এ নিয়ে বৃহস্পতিবারের এই বৈঠকে রাজ্য পুলিশের উদ্দেশ্যে মমতা বলেন, বাংলাদেশের সাথে সীমান্ত শুরু হয়েছে করিমপুর থেকে। আপনারা সেখানে কড়া নজরদারি রাখবেন। কোনোভাবেই যাতে বিএসএফ সেখানে অনুমতি বা আপনাদের চোখের আড়ালে গিয়ে কোনো কার্যক্রম করতে না পারে।

মমতার এই বার্তা প্রকাশের পর রাজ্যপাল জগদীপ ধনখড় একটি চিঠির মাধ্যমে জানিয়েছেন, পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের সংঘর্ষ কাম্য নয়। দুই বাহিনীর মধ্যে সহযোগিতার মানসিকতা থাকা প্রয়োজন। অন্যথায় সার্বিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply