মিয়ানমারে মিলেছে শিশুসহ ১১ জনকে গুলি ও আগুনে পুড়িয়ে হত্যার প্রমাণ

|

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে শিশুসহ ১১ জনকে গুলি ও আগুনে পুড়িয়ে হত্যার প্রমাণ পাওয়া গেছে। দেশটির সাগাইং অঞ্চলের একটি গ্রামে এই বর্বরতা চালানো হয় বলে জানিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ।

ভিডিও ফুটেজে দেখা যায়, সাগাইং অঞ্চলের দন তাও গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামটিতে ঢুকেই এলোপাতাড়ি গুলি করতে থাকে সেনা সদস্যরা। এ সময় ঘটনাস্থলেই প্রাণ যায় কয়েকজনের। এরপর বেশ কয়েকজনকে আটকের পর তাদের পুড়িয়ে হত্যা করা হয়। নিহতদের মধ্যে শিশু, নারীও রয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারের জান্তাপ্রধান মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত

ছবি: সংগৃহীত

ভুক্তভোগীরা জানান, গ্রামটিতে মিলিশিয়া সদস্যরা রয়েছেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

ছবি: সংগৃহীত

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজাররিচ বলেন, সাগাইং অঞ্চলে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তা অতীতের সব বর্বরতাকে হার মানিয়েছে। যে ১১ জনকে গুলি করে এবং পুড়িয়ে হত্যা করা হয়েছে তাদের মধ্যে ৫ শিশুও রয়েছে। এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।

আরও পড়ুন: স্কুলেই ছাত্রীদের গণধর্ষণ করেন শিক্ষকরা, শিক্ষিকারা করেন ভিডিও!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply