ক্রিকেটার কাপিল দেবকে নিয়ে নির্মিত ছবি ‘৮৩’ মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর। তবে মুক্তির ঠিক আগেই ছবিটিকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই ছবির প্রযোজক থেকে শুরু করে মূল চরিত্রে অভিনয় করা রণবীর সিং ও দীপিকা পাডুকনের বিরুদ্ধেও মামলা করেছেন সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ী।
এই ব্যবসায়ী আন্ধেরীর ম্যাজিস্ট্রেট কোর্টে ফৌজদারী মামলা অভিযোগ করেছেন। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের হয়েছে এই মামলা। এ বিষয়ে তার আইনজীবী জানিয়েছেন, ব্যবসায়ী প্রায় ১৬ কোটি রুপি দিয়েছিলেন ‘৮৩’ ছবিটির নির্মাণ কাজের জন্য। কিন্তু কোন খাতে কত খরচ হবে— লিখিতভাবে ব্যবসায়ীর কাছ থেকে অনুমতি নেয়া হয়নি। তাছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থও ফেরত পাননি তিনি।
আরও পড়ুন: ক্যাটরিনার বিয়েতে যাননি সালমান খান
উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে ৮৩ ছবিটির। সেখানে পঙ্কজ ত্রিপাঠী, তাহির রাজ ভাসিনকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নোড় ও মালয়লাম ভাষায় মুক্তি পাবে ৮৩। ছবিতে কাপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং এবং কাপিলের স্ত্রীর ভূমিকায় থাকবেন রণবীর পত্নী ও বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাডুকন।
এসজেড/
Leave a reply