শিগগরই হাসপাতাল ছেড়ে বাড়িতে ফিরবেন ফুটবল কিংবদন্তি পেলে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কয়েকদিনের মধ্যেই এই ব্রাজিলিয়ান সুপারস্টার বাড়ি ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন তারা।
বৃহদান্তের টিউমারের চিকিৎসার জন্য সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন ৮১ বছর বয়সী এডসন আরান্তেস দো নাসিমেন্তো পেলে। শারীরিক কিছু সমস্যা দেখা দেয়ায় গত সেপ্টেম্বরের শুরু থেকে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন এই ফুটবল জাদুকর। প্রায় একমাস হাসপাতালে থাকার পর অক্টোবরে বাসায় ফেরেন তিনি। পরে গত বুধবার (৮ ডিসেম্বর) আবারও অবস্থার অবনতি হলে চিকিৎসকদের দ্বারস্থ হন পেলে।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ জহির
অ্যাসোসিয়েটেড প্রেসকে পেলের ব্যক্তিগত সহকারী পেপিতো ফরনস জানান, কোলন টিউমারের চিকিৎসা হিসেবে পেলেকে কেমোথেরাপি দেয়া হচ্ছে। গত আগস্টের শেষদিকে এই টিউমারটি শনাক্তের পর এই রুটিন চিকিৎসা দেয়া হচ্ছে ফুটবলের জীবন্ত কিংবদন্তিকে।
প্রসঙ্গত, ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয় করেন এই ফুটবল কিংবদন্তি। ৯২ ম্যাচে ৭৭ গোলে এখনও দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা পেলে।
Leave a reply