কে হতে চলেছেন ভারতের পরবর্তী প্রতিরক্ষা প্রধান?

|

ছবি: সংগৃহীত।

ভারতের জাতীয় নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ একটি পদ চিফ অব ডিফেন্স স্টাফ। বর্ণাঢ্য ক্যারিয়ারে নানা সাফল্য ও বিচক্ষণতার স্বাক্ষর রাখা জেনারেল বিপিন রাওয়াত এ পদে বসা প্রথম ব্যক্তি।

কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত নিহত হওয়ার পর চলছে নানা হিসাব-নিকাশ। কে হতে পারেন পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ? ভারতীয় গণমাধ্যম বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে হওয়া জরুরি বৈঠকে এরইমধ্যে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে।

বর্তমান সেনাপ্রধান হিসাবে সিডিএস পদে বেশি আলোচনায় জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। শিখ লাইট ইনফ্যান্ট্রি থেকে সামরিক ক্যারিয়ার শুরু করা নারাভানে এরইমধ্যে দেখিয়েছেন তার নেতৃত্বের সফলতা। ২০১৯ সালে সেনাপ্রধানের দায়িত্ব নেয়ার পর সিয়াচেন-কাশ্মিরসহ সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে কর্তৃত্ব আরও বলিষ্ঠ হয়েছে ভারতীয় সামরিক বাহিনীর।

সেনাপ্রধান ছাড়া আলোচনায় আছেন, বিমানবাহিনী প্রধান ভিআর চৌধুরী ও নৌবাহিনী প্রধান আর হরি কুমারও। তবে কিছু গণমাধ্যমের ইঙ্গিত, তিন বাহিনী প্রধানের বাইরে থেকেও নিয়োগ দেয়া হতে পারে সিডিএস। সেক্ষেত্রে বেশি আলোচনায় আছেন, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুড়িয়া। এমনকি সেনাবাহিনীর দুজন লেফটেন্যান্ট জেনারেলও আছেন আলোচনায়।

ভারতের সামরিক বিশ্লেষক লে. জে. (অব.) এস এ হাসনায়েন বলেন, নতুন সিডিএস নিয়োগের ক্ষেত্রে তিন বাহিনীতেই যোগ্য নেতৃত্ব রয়েছে। তবে এটা সত্য যে, জেনারেল রাওয়াতের মতো সেনা কর্মকর্তা পাওয়াটা কঠিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply