ক্রিকেটারদের ধারাবাহিক হওয়ার পরামর্শ মাহমুদউল্লাহর

|

আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে চূড়ান্ত ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বাছাইপর্বে হেরেছে স্কটল্যান্ডের বিপক্ষে। পরে পাপুয়া নিউগিনি ও ওমানের বিপক্ষে জিতে সুপার টুয়েলভে উঠলেও সেখানে ৫ ম্যাচের পাঁচটিতেই হেরেছে। বিশ্বকাপ শেষে পাকিস্তানের বিপক্ষেও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের অধীন টি-টোয়েন্টি দল।

দলের এই খারাপ পারফরম্যান্সের কারণে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এবার তিনি জানালেন ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে হলে কি করতে হবে।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করা রিয়াদ বলেন, অস্ট্রেলিয়ার উইকেট ব্যাটিং করার জন্য বেশ ভালো। সেখানে ট্রু পেস থাকে, বাউন্স থাকে। বাকিটা নির্ভর করবে আমরা কীভাবে ব্যাটিং করছি সেটার উপর। আমাদের ব্যাটিং বিভাগকে আরও উন্নতি করতে হবে।

আরও পড়ুন: রানের রেকর্ড গড়লেন রুট

রিয়াদ বলেন, ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগের ভুলগুলো চিহ্নিত করে সেগুলো শুধরে নেয়ার চেষ্টা করতে হবে। এজন্য রেজাল্ট কিংবা পারফরমেন্সে আরও ধারাবাহিক হতে হবে। এতে আমাদের আত্মবিশ্বাসও বাড়বে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply