কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামু থেকে অপহৃত ৪ শিক্ষার্থীর মধ্যে ৩ জনকে পৃথক অভিযানে উদ্ধার করেছে র্যাব ও এপিবিএন। শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় মো. কায়সার নামে এক শিক্ষার্থীকে র্যাব উদ্ধার করে। অপরদিকে এপিবিএন উদ্ধার করে জাহিদুল ইসলাম মামুন ও মিজানুর রহমান নামে দুই শিক্ষার্থীকে। এ ঘটনায় এখনো নিঁখোজ রয়েছে মিজানুর রহমান নয়ন নামে এক ছাত্র। তার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া অপহরণকারী চক্রের সদস্য বাতিঘর কটেজের কর্মচারী জাহাঙ্গীরকে আটক করেছে র্যাব।
র্যাব ১৫ অধিনায়ক লে.কর্নেল খাইরুল ইসলাম ও ১৬ এপিবিএন অধিনায়ক মো. তারিকুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে নয়াপাড়া ক্যাম্পে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছিল এপিবিএন।
উল্লেখ্য, ৭ ডিসেম্বর রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ মাঙ্গালাপাড়া বাতিঘর কটেজ এলাকা থেকে এ স্কুল শিক্ষার্থীদের সেন্ট মার্টিনে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করা হয়।
বাতিঘর কটেজের দুই রোহিঙ্গা কর্মচারী জাহাঙ্গীর ও ইব্রাহিম ছাত্রদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ইব্রাহিম কটেজের চাকরি ছেড়ে চলে যায়। পরে ছাত্রদের সাথে যোগাযোগ করে সেন্ট মার্টিনে বেড়ানোর কথা বলে অপহরণ করে ছাত্রদের।
এদিকে অপর রোহিঙ্গা জাহাঙ্গীর বাতিঘর কটেজেই ছিল। তাকে আটক করে আইন-শৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়। অপহৃতরা হলেন, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেচারদ্বীপের মাঙ্গালা পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ কায়সার (১৪), একই এলাকার মোহাম্মদ আলমের ছেলে মিজানুর রহমান নয়ন (১৪), আব্দুস সালামের ছেলে জাহেদুল ইসলাম (১৫) ও ফরিদুল আলমের ছেলে মিজানুর রহমান (১৪)। তাদের মধ্যে কায়সার দশম শ্রেণির ছাত্র অন্যান্যরা এইবার এসএসসি পরীক্ষা দেয়।
Leave a reply