র্যাব মানবাধিকার লুণ্ঠন করে না বরং মানবাধিকার রক্ষা করে বলে দাবি করেছে র্যাব।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন। মানবতা রক্ষায় র্যাবের আত্মত্যাগ অনেক বেশি। র্যাবের সাফল্যের কারণে জঙ্গিবাদ মোকাবেলা সফলতা পেয়েছে। সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। দস্যুদের পুনর্বাসনে র্যাব সকল উদ্যোগ নিয়েছে। বিভিন্ন অভিযানের ফলে দেশের মানুষের আস্থা অর্জন করেছে র্যাব।
এদিকে র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারকে তলব করে ব্যাখ্যা দিতে বলেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন: র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা: মার্কিন রাষ্ট্রদূতকে তলব
উল্লেখ্য, শুক্রবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ।
Leave a reply