Site icon Jamuna Television

সকালে ড্রাইভার, বিকেলে হয়ে গেলেন কোটিপতি!

ছবি: সংগৃহীত।

এই বিশ্বে প্রতিনিয়ত কত বিচিত্র সব ঘটনা ঘটে চলেছে। এর মধ্যে কিছু ঘটনা আমাদের অবাক করে দেয়। এমনই এক অবাক করা কাণ্ড ঘটলো হীরা নামে এক ব্যাক্তির সাথে। রাতারাতি মানুষের ভাগ্যবদলের গল্প অনেকেই বিশ্বাস করতে চান না। কিন্তু সত্যিই যে মানুষের ভাগ্য এক রাতেই বদলে যেতে পারে তার প্রমাণ অ্যাম্বুলেন্স চালক শেখ হীরা। সকালে লটারির টিকিট কিনে বিকেলেই কোটিপতি হয়ে গেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা হীরা সকালে ২৭০ রুপি দিয়ে লটারির টিকিট কেনেন। কিন্তু সেদিন বিকেলেই সেই লটারির ড্র অনুষ্ঠিত হয়। হীরার কেনা সেই টিকিট জিতে নেয় এক কোটি রুপি। আর তাতেই সে দিনের মধ্যেই হয়ে যায় কোটিপতি।

পড়ুন: মেয়ের পরিচয়পত্র চুরি করে কলেজের ছেলেদের সাথে মায়ের প্রেম!

বর্তমানে কোটিপতি হীরার মা বেশ অসুস্থ। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাই হঠাৎ পাওয়া এই অর্থকে সৌভাগ্যের প্রতীক বলেই মনে করছেন হীরা। হীরার বিশ্বাস চিকিৎসার পর তা মা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।

Exit mobile version