বল বিকৃতির ঘটনায় এরই মধ্যে নিষেধাজ্ঞা পেয়েছেন ক্যামেরন ব্যানক্রফট। চারিদিকে নিন্দার ঝড় উঠেছে তাকে নিয়ে। কিন্তু তার প্রেমিকা কী অপরাধ করেছেন? বল বিকৃতির ঘটনা ফাঁস হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কুৎসিত আক্রমণের মুখে পড়তে হয়েছে ব্যানক্রফটে প্রেমিকা কেটলিন প্যারসিকে।
প্রেমিক ক্যামেরন ব্যানক্রফটের সাথে টুইটারে ছবি পোস্ট করেছিলেন কেটলিন। সেখানে রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে। কেউ লিখেছেন, তোমরা নোংরা মানুষ। তোমরা পৃথিবীর বোঝা। তোমাদের মরে যাওয়া উচিত। কেউ আবার লেখেছেন, তোমরা ক্রিকেটকে কলঙ্কিত করেছ। তোমাদের লজ্জা পাওয়া উচিত। এধরনের অনেক মন্তব্যের পাশাপাশি অশ্লীল ও কুরূচিপূর্ণ মন্তব্য তো ছিলই।
ব্যানক্রফট ভদ্রলোকের খেলাকে কলঙ্কিত করেছেন। কিন্তু সেজন্য তার প্রেমিকাকে গালমন্দ করা কতটা যৌক্তিক?
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply