টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ফসল, বাজারে দাম বেড়েছে সবজির

|

জাওয়াদের প্রভাবে টানা বর্ষণে যশোরের সবজিসহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে বাজারে সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিরা চরম অনিশ্চিয়তায় পড়েছেন। এই অবস্থায় সরকারের কাছে প্রণোদনা দাবি তাদের।

যশোরে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। নষ্ট হয়েছে শীতকালীন সবজির পাশাপাশি সরিষা, মসুর, আলু, গম ও বোরো বীজতলার। কৃষি বিভাগের তথ্য মতে, এসব ফসলের মোট আবাদি জমির প্রায় দুই তৃতীয়াংশ জমির ফসলই নষ্ট হয়ে গেছে। ১২ হাজার ২৭০ হেক্টর শীতকালীন সবজি ক্ষেতের মধ্যে, প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, শীতকালীন সবজি বাজারে ওঠানোর মুহূর্তে ক্ষেতগুলো বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় ৭০ ভাগ ফসলই নষ্ট হয়ে যাবে। এতে করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। এ ক্ষতি কোনো ভাবেই পুষিয়ে ওঠা সম্ভব হবে না।

আরও পড়ুন : মুন্সিগঞ্জে আলুর ফলনে ভয়াবহ বিপর্যয়

যশোর কৃষি সম্প্রষারণ অধিদফতরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস বলছেন, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণেই ফসলের যে ক্ষতি তা অপুরণীয়। তবে কৃষকরা যাতে ক্ষতি কাটিয়ে উঠতে পারেন, সেজন্য আগামীতে তাদের প্রণোদনার আওতায় আনা হবে।

/এডব্লিউ

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply