স্বাধীনতার পক্ষে বিপক্ষে ভোট হচ্ছে ফ্রান্সে

|

স্বাধীনতার পক্ষে বিপক্ষে গণভোট চলছে ফ্রান্সের নিউ ক্যালিডোনিয়ায়। রোববার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় ৭টায় শুরু হয় ভোটগ্রহণ।

তৃতীয় ও চূড়ান্ত দফায় রায় জানাতে ভোটকেন্দ্রে যাচ্ছেন ওসেনিয়া অঞ্চলের দ্বীপটির বাসিন্দারা। তবে গণভোট বর্জন করেছেন স্বাধীনতাপন্থিরা। তাদের অভিযোগ, ভোট নিয়ে বেশি তাড়াহুড়ো করছে ফরাসি সরকার।

১৯৮৮ সালের সংঘাতের পর পূর্ণাঙ্গ স্বায়ত্ত্বশাসন পায় অঞ্চলটি। ২০১৮ সালে প্রথম দফা গণভোটে ৪৩ দশমিক ৬ শতাংশ এবং ২০২০ সালে ৪৬ দশমিক ৭ শতাংশ মানুষ রায় দিয়েছিল স্বাধীনতার পক্ষে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ‘গণবিধ্বংসী অস্ত্র’: চীন

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটির অবস্থান অস্ট্রেলিয়ার কাছাকাছি। ২ লাখ ৭০ হাজার বাসিন্দার নিউ ক্যালিডোনিয়ার সাথে প্যারিসের সময়ের পার্থক্য প্রায় ১০ ঘণ্টা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply