রাশিয়াকে ফের হুমকি বাইডেনের

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার প্রতি হুমকির সুরে বলেছেন, ইউক্রেনে আগ্রাসন চালালে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে রাশিয়াকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ভার্চুয়াল বৈঠকে এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন জো বাইডেন।

ছবি: সংগৃহীত

এছাড়া, ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা কখনওই ছিল না বলে জানিয়েছেন বাইডেন। গত শনিবার (১১ ডিসেম্বর) বিবৃতিতে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আপনি কি রুশ বাহিনীর সাথে যুদ্ধক্ষেত্রে নিজ সেনাদের পাঠাতে চাইবেন? প্রেসিডেন্ট পুতিনের কাছে বিষয়টি স্পষ্ট করেছি। ইউক্রেনের দিকে অগ্রসর হলে, ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে তাদের।

আরও পড়ুন, টাকার বিনিময়ে মার খাওয়াই যার পেশা

ইউক্রেন জানিয়েছে, এ বছর প্রায় ৯৪ হাজার রুশ সৈন্য দেশটির সীমান্তে অবস্থান নেয়। মস্কোর উদ্দেশে বাইডেন প্রশাসনের হুমকির পরেও দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়নি বলে মনে করেছে কিয়েভ। তবে মার্কিন ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর হাতে তথ্য আছে যে, আসছে জানুয়ারিতে আরও ১ লাখ ৭৫ হাজার সৈন্য মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া।

আরও পড়ুন: সকালে ড্রাইভার, বিকেলে হয়ে গেলেন কোটিপতি!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply