সাবানের দাম ২ লাখ টাকা, ব্যবহার হয় হিরা ও স্বর্ণের গুড়া!

|

ছবি: সংগৃহীত

সাবানের দাম ৪০, ৫০ বা খুব বেশি হলে ২০০ টাকার কথা শুনেছেন। কিন্তু কখনও শুনেছেন, একটি সাবানের দাম বাংলাদেশি টাকায় ২ লাখ ২৬ হাজারের বেশি?

অবিশ্বাস্য হলেও দুই লাখের এই সাবান পাওয়া যায় লেবাননের ত্রিপোলিতে। লেবাননের একটি পরিবার এই বহুমূল্য সাবান তৈরি করে। নাম ‘খান আল সাবুন’। বিলাসবহুল সাবান, ত্বকের প্রসাধনী এবং সুগন্ধিও বানায় বাদার হাসানের পরিবার। কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৩-তে প্রথম বানানো হয় ‘খান আল সাবুন’। খবর ইন্ডিয়া টাইমসের।

হাসানের পরিবারের দাবি, তাদের তৈরি সাবানে ২৪ ক্যারাটের ১৭ গ্রাম সোনার গুঁড়া দেয়া হয়। তিন গ্রাম হিরার গুঁড়া, অর্গানিক মধু, খেজুর ইত্যাদি থাকে। সাবান তৈরি করতে ৬ মাস সময় লাগে। এই সাবান শুধুমাত্র সংযুক্ত আরব আমির শাহির বিশেষ দোকানে পাওয়া যায়।

আরও পড়ুন: রসগোল্লার ভেতর শামুক! মুখে দিতেই কাটলো জিভ

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply