পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই ছেলে ও ছেলের স্ত্রীর হাতে মারধরের শিকার হয়েছেন হালিমা খাতুন নামের একজন বৃদ্ধা মা। সন্তানের হাতে মারধরের বিচার চেয়ে থানায় মামলা করতে গেলে প্রাণনাশের হুমকি দিয়েছে দুই ছেলে ও ছেলের বউ। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হালিমা খাতুন।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলেনে ছেলে এবং ছেলের বউয়ের নির্যাতনের কথা তুলে ধরেন তিনি। নির্যাতিত ওই মায়ের বাড়ি তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কলোনীপাড়া গ্রামে।
হালিমা খাতুন জানান, আমার মেজো ছেলে আব্দুল হামিদ (৩৮) ও ছোট ছেলে হাবিবুল ইসলাম হাবিব (৩৫) ও হামিদের স্ত্রী জান্নাত (৩০) দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। তারা বিভিন্নভাবে আমার উপর মানসিক ও শারিরীকভাবে নির্যাতন চালিয়ে আসছে।
আরও পড়ুন: জয়পুরহাটে ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৩
গত সপ্তাহে আমার বড় বউমা ফাহমিদা আক্তারের মাথায় কোদাল দিয়ে আঘাত করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করি। পরে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসার সাথে সাথেই আমার মাদকাসক্ত দুই ছেলে ও হামিদের স্ত্রী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তারা আমার ঘরে ঢুকে ট্রাংকের তালা ভেঙ্গে জমি বিক্রির ৬ লাখ ৪০ হাজার টাকা, আমার এবং বড় বউমার স্বর্ণ-গহনা নিয়ে যায়।
বর্তমানে আমি থানায় কিংবা আদালতে যেতে পরছিনা। মামলার কথা শুনলেই তারা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এসজেড/
Leave a reply