র‍্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কল্পনাপ্রসূত: আইনমন্ত্রী

|

র‍্যাবের সাবেক-বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা কল্পনাপ্রসূত ধারণা থেকে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১২ ডিসেম্বর) সকালে ২৬তম বিচার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এর আগে, বিচারকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন আইনমন্ত্রী। বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স জেলা ও দায়রা জজরা অংশ নেন।

আনিসুল হক বলেন, মামলার জট কমাতে সবাইকে আরও সচেষ্ট হতে হবে। এসময় সাংবাদিকরা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী অপেক্ষা করতে বলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় দু’দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না: তথ্যমন্ত্রী

সম্প্রতি র‍্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে আইনমন্ত্রী বলে, যেসব কর্মকর্তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাদের মন্তব্য শোনা হয়নি। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো সত্যি নয়। এটি সম্পূর্ণ এটি কল্পনাপ্রসূত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply