স্যামুয়েল ইতো এখন ক্যামেরুন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট

|

ছবি: সংগৃহীত

ক্যামেরুন ফুটবল ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতো। তিন বছর আগে অবসর নেয়া দেশটির ইতিহাসে অন্যতম সেরা এই খেলোয়াড় এতদিন ফুটবলের সাথেই যুক্ত ছিলেন।

গত তিন বছর ধরে আফ্রিকান ফুটবলে ফিফার বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন আফ্রিকান ফুটবলের কিংবদন্তি ফরোয়ার্ড ইতো। গত শনিবার (১১ ডিসেম্বর) দিনব্যাপী নির্বাচনের পর ক্যামেরুন ফুটবলের নতুন কর্তা হিসেবে ইতোর নাম ঘোষণা করা হয়।

ছবি: সংগৃহীত

ক্যামেরুন ফুটবলের সর্বোচ্চ এই পদটির জন্য মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনের দিন সকালে ৫ প্রার্থী সরে দাঁড়ান। পরে সদ্য সাবেক সভাপতি সেইদু এমবোমবো নিওয়ার ও স্যামুয়েল ইতোর মধ্যে লড়াই হয়। ৪৩ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার চারবার জেতা স্যামুয়েল ইতো।

আরও পড়ুন: বার্সার সাবেক যুব কোচের বিরুদ্ধে ২০ বছর ধরে যৌন হয়রানির অভিযোগ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply