করোনার সংক্রমণ ধরা পড়েছে মালয়েশিয়া হকি দলে। এ কারণে বাংলাদেশে শুরু হতে যাওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে না দলটি।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছে মালয়েশিয়া। কারণ, মালয়েশিয়া সরকারের নিয়ম অনুযায়ী দলের কেউ করোনা আক্রান্ত হলে পুরো দলকেই কোয়ারেন্টাইনে থাকতে হবে। টুর্নামেন্টের কথা বিবেচনা করে দেশটির রাজার কাছে নিয়ম শিথিল করার আবেদন জানায় বাংলাদেশ হকি ফেডারেশন। মূলত সেই আবেদনে সাড়া না পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে মালয়েশিয়া দলকে।
বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন। আর তাই মালয়েশিয়াকে বাদ দিয়ে তৈরি করা হয়েছে নতুন সূচি।
আরও পড়ুন: পাকিস্তান গিয়ে করোনা আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার
Leave a reply