র‍্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে মুখ খুললেন নুরুল

|

নুরুল হক নূর। ফাইল ছবি।

র‍‍্যাবের সাবেক ও বর্তমান ৬ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার ইস্যুটি এখন জাতীয় ইস্যু। তাই এটির সমাধানে সর্বদলীয় সংলাপ আয়োজন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোডের প্রীতম জামান টাওয়ারে সংগঠনটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নূর এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশে মানবাধিকার ও গণতন্ত্র কোনকিছুই যে নাই সেটার প্রমাণ র‍্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। যে সকল কর্মকর্তার কারণে দেশের ভাবমূর্তি ও বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে স্বাধীন কমিশন গঠনের দাবিও করেন নুরুল হক নূর।

গণতন্ত্র সম্মেলনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে না ডাকা চরম অসম্মান ও ভবিষ্যত হুমকি তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, সরকারের বেশ কয়েকজন মন্ত্রী র‍্যাব ও গণতন্ত্র সম্মেলন ইস্যুতে যাচ্ছেতাই মন্তব্য করছেন, যা দুঃখজনক। এই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণ আন্দোলনের পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছে উল্লেখ করে নুরুল হক নূর বলেন, এই সরকারের পতন অনিবার্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply