যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্ক সবাইকে দেয়া হবে বুস্টার ডোজ

|

যুক্তরাজ্যে ওমিক্রন ইমার্জেন্সি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার থেকে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে দেয়া হবে ভ্যাকসিনের বুস্টার ডোজ।

রোববার (১২ ডিসেম্বর) এক টেলিভিশন বিবৃতিতে তিনি বলেন, কারও সন্দেহ থাকা উচিত নয় যে ওমিক্রনের জোয়ার আসছে। সেটি মোকাবেলায় চলতি সপ্তাহ থেকে ইংল্যান্ডে প্রাপ্তবয়স্ক সবাইকে আনা হবে ভ্যাকসিনের তৃতীয় ডোজের আওতায়। কারণ গবেষকরা বলছেন, নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে দুটি ডোজ যথেষ্ট সুরক্ষা দিতে পারবে না।

আরও পড়ুন : ভারতের তিন রাজ্যে নতুন ওমিক্রন রোগী শনাক্ত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস বলেন, দ্বিতীয় ডোজ নেয়ার তিন মাস পেরোলে, যে কেউ নিতে পারবেন বুস্টার। তিনি আরও জানান, টিকাদান কর্মসূচিতে সহায়তা করবে সামরিক বাহিনীর ৪২টি দল। এছাড়া বুস্টার ডোজ প্রয়োগে জোর দিতে চিকিৎসা সংক্রান্ত কিছু কর্মসূচি স্থগিত করেছে সরকার। একইদিন ব্রিটেনে করোনা সতর্কতা বাড়িয়ে লেভেল ফোরে নেয়া হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply