আবার বিদ্রোহীদের দখলে ইথিওপিয়ার লালিবেলা নগরী

|

মাত্র দুসপ্তাহের ব্যবধানে ইথিওপিয়ান সরকারের নিয়ন্ত্রণ থেকে ঐতিহাসিক নগরী লালিবেলা পুনর্দখল করলো বিদ্রোহীরা।

সোমবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে কয়েকটি পশ্চিমা গণমাধ্যম। তবে শহরটি দখলে নেয়ার সময় হয়নি কোনো গোলাগুলি। পুরোদস্তুর পাথরে খোদাই করা চার্চের শহর লালিবেলা গেলো আগস্টে প্রথমবার দখল করে টাইগ্রে বাহিনী। সেখানে দ্বাদশ ও ত্রয়োদশ শতকে নির্মিত ১১টি পাথুরে গির্জা রয়েছে। যা ১৯৭৮ সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ইউনেস্কো।

আগের প্রতিবেদনটি পড়ুন : বিদ্রোহীদের দখল থেকে উদ্ধার ইথিওপিয়ার দুই শহর

চলতি মাসেই শহরটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সরকারি বাহিনী। একবছর ধরে চলা গৃহযুদ্ধে সম্প্রতি সাফল্যের দাবি করছে আবি সরকার। ফ্রন্টলাইনে যুদ্ধ করছেন শান্তিতে নোবেলজয়ী খোদ প্রেসিডেন্ট।

কিন্তু জাতিসংঘের আশঙ্কা, দেশটিতে মানবিক সংকট প্রবল। টাইগ্রে আমহারা এবং আফার অঞ্চলের প্রায় ৯০ লাখ মানুষের জরুরি ভিত্তিতে প্রয়োজন খাদ্য সহায়তা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply