রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কাজাখস্তানে ওআইসি’র ‘বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন’-এ রোহিঙ্গা সংকট নিয়ে মুসলিম বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, কফি আনান কমিশনের সুপারিশ অনুযায়ী রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিতে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে ওআইসি সদস্য দেশগুলোকে। মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বলেও উল্লেখ করেন মো. আবদুল হামিদ।
সম্মেলনের সাইডলাইনে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে বৈঠক করেন তিনি। এসময়, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ বা ওআইসি’র তত্ত্বাবধানে একটি ‘সেফজোন’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন রাষ্ট্রপতি।
বৈঠকে এরদোগান বলেন, রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত ত্রাণ সংগ্রহে অন্যান্য দেশকে চাপ দেবে তুরস্ক। আঙ্কারা থেকে ১১ হাজার টন ত্রাণ পাঠানোরও আশ্বাস দেন তিনি। এদিকে, রোহিঙ্গা সংকট সমাধানে পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহবান জানিয়েছেন, ওআইসি মহাসচিব।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply