শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহিদ আল সালাম হত্যায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকারের নেতৃত্বে একটি দল গত দুই দিন অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে মির্জা আতিক ও তায়েফ নামের দুইজনকে গ্রেফতার করেছে ।
মির্জা আতিকের স্বীকারোক্তি মোতাবেক হামলার সময় ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ। বিকেলে তাদের আদালতে হাজির করলে মির্জা আতিক মাহিদকে ছুরিকাঘাতের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, তায়েফকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাইলে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান সিদ্দীকি ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৫ মার্চ রাতে নগরীর কদমতলী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান শাবির অর্থনীতি বিভাগের ১৯ তম ব্যাচের মেধাবী ছাত্র মাহিদ এ সালাম।
এদিকে মাহিদ হত্যার দ্রুত বিচারের দাবীতে আজও সিলেট নগরীতে মানব বন্ধন , বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচী পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Leave a reply