বাসা ভাড়া দেয়ার পরও জি‌ম্মি, ৯৯৯ এ কল করে মুক্তি পেলেন কলেজ ছাত্রী

|

বাসার মা‌লিক কামরুল হাসান।

স্টাফ করেসপন্ডেন্ট: 

টাঙ্গাইলে বাসা ভাড়া প‌রি‌শো‌ধের পরও এক কলেজ ছাত্রী‌কে জি‌ম্মি ক‌রে রে‌খে‌ছিল বাড়ি মা‌লিক। ওই ছাত্রী জরুরী সেবার জন্য ৯৯৯ এ ফোন ক‌র‌লে পু‌লিশ গি‌য়ে তা‌কে উদ্ধার ক‌রে।

 
সোমবার (১৩ ডি‌সেম্বর ) বি‌কে‌লে টাঙ্গাইল পৌরসভার বেতকার মু‌ন্সিপাড়ার কামরুল হাসান ঠান্ডু দশ মা‌সের ভাড়া দাবি ক‌রে ওই ছাত্রী‌কে বাসায় জি‌ম্মি ক‌রে রা‌খে। ওই ক‌লেজ ছাত্রী সরকা‌রি কুমু‌দিনী ক‌লে‌জের অনা‌র্স দ্বিতীয় ব‌র্ষের শিক্ষার্থী। 


জানা যায়, টাঙ্গাইল পৌরসভার বেতকা মু‌ন্সিপাড়া কাউ‌ন্সিলর মো‌র্শেদের বাসা সংলগ্ন এলাকার কামরুল হাসান ঠান্ডুর বাসায় গত চার মাস আ‌গে মেস ভাড়া নেন কুমু‌দিনী ক‌লে‌জের  ওই শিক্ষার্থী। প‌রে ওই ছাত্রী চল‌তি মা‌সের ভাড়া প‌রি‌শোধ ক‌রে বাসা ছে‌ড়ে দেয়ার কথা জানায় মা‌লিক‌কে। কিন্তু একমা‌সের ভাড়া অ‌তি‌রিক্ত দি‌লেও বাসার মালিক অগ্রীম আ‌রও দশ মা‌সের অ‌তি‌রিক্ত ভাড়া দাবী ক‌রে ওই ছাত্রী‌কে জি‌ম্মি ক‌রে রা‌খে।

ওই ছাত্রী‌ বাসা ছে‌ড়ে দি‌তে চাই‌লে তা‌কে হুম‌কি ও অশ্লীল ভাষায় বকাব‌কি ক‌রে বাসায় জি‌ম্মি ক‌রে রা‌খলে ওই শিক্ষার্থী জরুরী পুলিশ সেবা ৯৯৯ নম্ব‌রে ফোন ক‌রলে টাঙ্গাইল সদর থানার এএসআই আয়নুল ইসলা‌মের নেতৃ‌ত্বে পু‌লিশের এক‌টি টিম ঘটনাস্থ‌লে গি‌য়ে ওই ছাত্রী‌কে উদ্ধার ক‌রে।

এর আ‌গে, বাসার মা‌লি‌কের ক্যাডার বা‌হিনী জাহাঙ্গী‌রের নেতৃ‌ত্বে পুুলি‌শের উপ‌স্থি‌তি‌তে সাংবা‌দিক‌দের উপর হামলার চেষ্টা ক‌রে। এছাড়া ওই ক‌লেজ ছাত্রী‌র উ‌দ্দেশে‌ অশ্লীল ভাষায় ব্যবহার ক‌রে। 

ওই ক‌লেজ ছাত্রী আরও জানায়, চল‌তি মা‌সের ভাড়া প‌রি‌শোধ করে বাসা ছাড়‌তে চাই‌লে বাসার মা‌লিক আ‌রো অ‌তি‌রিক্ত দশমা‌সের ভাড়া দাবী ক‌রে জি‌ম্মি ক‌রে রা‌খে। এছাড়া অশ্লীল ভাষাসহ বি‌ভিন্ন হুম‌কি দি‌তে থা‌কে। প‌রে বিপ‌দের কথা চিন্তা ক‌রে ৯৯৯ এ ফোন কর‌লে পু‌লিশ এ‌সে উদ্ধার ক‌রে। 


বাসার মা‌লিক কামরুল হাসান ঠান্ডু ব‌লেন, বাসা ছে‌ড়ে দি‌লেও দশমাসের ভাড়া বাড়‌তি দি‌তে হ‌বে। না হ‌লে নতুন ভাড়া‌টিয়া খুঁজ‌তে দে‌রি হবে। আইনটাইন বু‌ঝি না, আমা‌কে বাড়‌তি টাকা দি‌য়েই ওই ছাত্রীকে বাসা ছাড়‌তে হ‌বে। জি‌ম্মি ঘটনার কথা বল‌তেই সাংবা‌দিক‌দের দে‌খে নেয়ার হুম‌কি দেন তি‌নি। এ‌দি‌কে কামরুল হাসা‌নের ভাই জাহাঙ্গীর হো‌সেন সাংবা‌দিক‌দের বিরু‌দ্ধে চাঁদাবা‌জির মামলা করার হুমকি দেন। 

টাঙ্গাইল সদর থানার এএসআই আয়নুল ইসলা‌ম  ব‌লেন, জরুরী সেবা ৯৯৯ নম্ব‌রে ফোন পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে ওই ছাত্রী‌কে উদ্ধার ক‌রা হয়। ত‌বে বাসার মা‌লিক উগ্র প্রকৃ‌তির মানুষ। ওই ছাত্রী‌কে জি‌ম্মি ক‌রে বাড়‌তি টাকা আদা‌য়ের চেষ্টা ক‌রে বাসার মা‌লিক কামরুল হাসান বলে জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply