জব্দকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেননি দুদক কর্মকর্তা, হাইকোর্টের ক্ষোভ প্রকাশ

|

দেড় বছরেও রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়নি কক্সবাজারে র‍্যাবের অভিযানে জব্দ করা প্রায় ৯৪ লাখ টাকা। এতে ক্ষুদ্ধ হাইকোর্ট। এতোদিনেও কেন ওই অর্থ জমা দেননি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা শরীফ উদ্দিন, তা ২৪ ঘন্টার মধ্যে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের বেঞ্চ দুদকের আইনজীবীর কাছে এ বিষয়ে জানতে চান।

দুদকের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন বর্তমানে পটুয়াখালীতে কর্মরত আছেন। এর আগে চট্টগ্রামে থাকাকালে কক্সবাজার থানা থেকে বুঝে নেন ৯৩ লাখ ৬০ হাজার টাকা। যা জব্দ করা হয়েছিলো র‍্যাবের অভিযানে।

এরপর কেটে গেছে দেড় বছর; রাষ্ট্রীয় কোষাগারে ওই টাকা জমা দেননি শরীফ উদ্দিন। কিন্তু কেন? এই প্রশ্ন তুলে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

দুদকের মুখ্য আইনজীবী খুরশিদ আলম খান বলেন, এ ঘটনায় ওই কর্মকর্তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে তা জানাতে বলেন হাইকোর্ট।

তিনি জানিয়েছেন, মঙ্গলবার দুদকের বক্তব্য শুনে এই বিষয়ে আদেশ দেবেন আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply