মেসি-রোনালদোর লড়াইটা আর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে হচ্ছে না। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের সেই ড্র’কে বাতিল করা হয়েছে কারিগরি ত্রুটির কারণে। আবার হওয়া ড্র’তে লিওনেল মেসির প্রতিপক্ষ পুরনো প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আর ক্রিস্টিয়ানো রোনালদো লড়বেন অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। এছাড়া লিভারপুলের সাথে ইন্টার মিলানের ম্যাচটির কথা শুনেও ফুটবলপ্রেমীদের চোখ চকচক করে উঠবে।
ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে দারুণ ইতিহাস ক্রিস্টিয়ানো রোনালদোর। মেসির পিএসজির বিরুদ্ধে খেলতে না হওয়ায় এবং প্রিয় প্রতিপক্ষ হিসেবে অ্যাটলেটিকোকে পেয়ে নিশ্চয়ই খুশি হবে রেড ডেভিলরা। আবার, প্রথম ড্র’তে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে পড়েছিল সিমিওনের দল। বাভারিয়ানদের মুখোমুখি হতে হচ্ছে না ভেবে তাই অপেক্ষাকৃত কম দুশ্চিন্তায় থাকবে পারে গ্রিজমানরা। আগের ড্র’য়ের সাথে পরেরটা মিলে গেছে চেলসি ও লিলের ক্ষেত্রে। তবে চেলসির দুশ্চিন্তার জায়গা হয়তো কম।
রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫-১৬ এবং ২২-২৩ ফেব্রুয়ারি। তারপর দ্বিতীয় লেগের খেলা হবে ৮-৯ এবং ১৫-১৬ মার্চ।
এক নজরে দেখে নেয়া যাক চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিন:
অ্যাটলেটিকো মাদ্রিদ–ম্যানচেস্টার ইউনাইটেড
ভিয়ারিয়াল–য়্যুভেন্টাস
ইন্টার মিলান–লিভারপুল
পিএসজি–রিয়াল মাদ্রিদ
রেড বুল সালজবুর্গ–বায়ার্ন মিউনিখ
স্পোর্টিং লিসবন–ম্যানচেস্টার সিটি
বেনফিকা–আয়াক্স
চেলসি–লিল
Leave a reply