জাতীয় দলের জন্য শক্ত পাইপলাইন তৈরির লক্ষ্যে কাজ করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ নাভিদ নাওয়াজ। ধরে রাখতে চান যুব বিশ্বকাপের শিরোপাও। তবে, যুব ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে হলে ঘরোয়া ক্রিকেটে কাঠামোর মান বাড়ানোর ব্যাপারে তাগিদ দিয়েছেন যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের এই কোচ।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ দল বিশ্বজয়ের স্বাদ প্রথম এনে দিয়েছে বাংলাদেশকে। সেনউইস পার্কে সেদিন গর্বের সাথে উড়েছিল লাল-সবুজের বিজয় নিশান। আকবর-রকিবুল-শামীমদের কল্যাণে ম্যান্ডেলার দেশের একটা প্রান্ত পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। আগামী বিশ্বকাপে বাংলাদেশ যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। তাই প্রত্যাশাটাও অন্য যে কোনো সময়ের চাইতে বেশি; আর সেই চাপটাও জানেন কোচ নাভিদ নাওয়াজ। তবে শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী যুবাদের কোচ নাভিদ নাওয়াজ। তিনি বলেন, এবারের বিশ্বকাপেও আমাদের লক্ষ্য থাকবে শিরোপা। করোনার কারণে প্রস্তুতি ভালো হয়নি। তবে যেটুকু সময় আছে সেটুকু কাজে লাগাতে চাই। অলরাউন্ডারদের ভালো কম্বিনেশন আছে আমাদের দলে।
অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বেড়ে ওঠেন। যে প্রক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে, জাতীয় দলের জন্য একটি শক্ত ব্যাকআপ তৈরি করা এবং দেশের ক্রিকেটের পাইপলাইনকে মজবুত করা। কোচ নাভিদ নাওয়াজ বলেন, আমাদের মূল লক্ষ্য থাকে জাতীয় দলের জন্য ক্রিকেটার তৈরি করা। এখান থেকে ভালো করে তারা যেন দেশকে প্রতিনিধিত্ব করতে পারে সেভাবেই নার্সিং করা হয় তাদের।
অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী দলের সদস্য শামীম পাটোয়ারী এরই মধ্যে খেলছেন জাতীয় দলে। কিন্তু যুব ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে যে ব্যবধানটা বহুগুণ তা হারে হারে টের পাচ্ছেন চাঁদপুরের এই তরুণ। এক্ষেত্রে নিম্নমানের ঘরোয়া ক্রিকেট কাঠামোকে দায়ী করেছেন বাংলাদেশ যুব দলের কোচ। তিনি বলেন, অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা জাতীয় দলে গিয়ে ভালো করতে না পারার কারণ ঘরোয়া টুর্নামেন্ট। এখানে ভালো পিচে খেলা হয় না। সেই সাথে ভালো মানের প্রতিযোগিতামূলক আসর খুব কম হয়। ঘরোয়া কাঠামো ঠিক হলে এই সমস্যা থাকবে না।
করোনার কারণে প্রস্তুতি খুব বেশি ভাল না হলেও ভারতের মাটিতে ট্রফি জয় ভরসা দিচ্ছে বাংলাদেশকে। সামনে যুব এশিয়া কাপ এবং বিশ্বকাপে ভাল করবে দল, ভরসা নাভিদ নাওয়াজের ।
Leave a reply