ফেনসিডিল খেয়ে শিক্ষা অফিসারের মাতলামি

|

রাজশাহী ব্যুরো

মুক্তারপুরে ফেনসিডিল খেয়ে মাতাল অবস্থায় এক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশ মোক্তারপুর থেকে তাকে আটক করে।

আটক সাইদুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

এদিকে বিকেলে শুনানি শেষে জামিন পেয়েছেন ফেনসিডিল খেয়ে মাতলামি করা পাবনা চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান।

রাজশাহী জেলা কোর্ট পুলিশ পরিদর্শক খুরশিদা বানু কনা জানান, মাদকদ্রব্য সেবন করে গণ উপদ্রুব ৩৪/৬ ধারার অভিযোগে চারঘাট থানা পুলিশ দুপুরে সাইদুর রহমানকে আদালতে প্রেরণ করেন। পরে রাজশাহী আমলী আদালত-৫’এ শুনানি হলে বিচারক বিকাশ কুমার বসাক তার জামিন মঞ্জুর করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, কয়েকজন মাদক সেবন করছেন এমন সংবাদে গত মঙ্গলবার রাতে চারঘাট উপজেলার মোক্তারপুরের একটি আমবাগানে অভিযান চালায় পুলিশ। এসময় ফেনসিডিল খেয়ে মাতলামি করার সময় আটক করা হয় চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমানকে।

বুধবার পাবনা জেলা শিক্ষা অফিসকে বিষয়টি জানানোর পর ৩৪/৬ ধারায় অভিযোগে তাকে আদালতে প্রেরণ করা হয়।
আটক সাইদুর রহমান নাটোরের জনৈক জয়নাল আবেদীনের ছেলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply