নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান বলেছেন, দেশে আপাতত বিদুৎতের দাম বাড়ানোর কোন সম্ভাবনা নেই। আজ নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে মুজিববর্ষ উপলক্ষে ডিপিডিসির সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে ৫ কিলোওয়াটের সোলার প্যানেল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে এখন দৈনিক ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে উৎপাদিত বিদ্যুতের মাধ্যমে দেশে বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। আগামীতে বিদ্যুতের চাহিদা পূরণের জন্য আরও কিছু মেগা প্রোজেক্ট ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে ডিপিডিসির পরিচালক আবদুল্লাহ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিপিডিসির পরিচালক(অর্থ) প্রকৌশলী গোলাম মোস্তফা। ডিপিডিসির সিএসআর প্রকল্পের আওতায় স্কুল শিক্ষার্থীদের ব্যবহারের জন্য বিনা মুল্যে সোলার প্ল্যান্ট প্রদান করা হয়।
/এসএইচ
Leave a reply