ছাগল খেয়েছে ক্ষেতের ধান, সংঘর্ষে জড়ালো দুই গ্রাম

|

ছবি: সংগৃহীত

ছাগল খেয়েছে মাঠের ধান। এই ইস্যুকে ঘিরে ভারতের বীরভূমের ইলামবাজারের দুই গ্রামের বাসিন্দারা জড়িয়েছে সংঘর্ষে। এ ঘটনায় আহত হয়েছেন দু’পক্ষের প্রায় ৮ জন। খবর সংবাদ প্রতিদিনের।

ইলামবাজার থানার দুই গ্রাম, পাইকুনি ও নৃপতি গ্রামে পুলিশের সামনেই বাঁশ, লাঠি নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় গ্রামবাসীরা৷ এই সুযোগে মাঠের ধানও লুঠ করা হয় বলে অভিযোগ। মাথা ফেটে, হাত-পায়ে আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় দু’পক্ষের ৬ জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷ ইতোমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।

প্রতিবেদন সূত্রে জানা যায়, ছাগলে মাঠের ধান খাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ইলামবাজার থানার নৃপতি গ্রামের মাঠের ধান পাইকুনি গ্রামের ছাগল খেয়ে নেয়৷ এই অভিযোগে চাপা অশান্তি কয়েকদিন ধরেই চলছিলো৷ এরপর মঙ্গলবার ছাগল চড়াতে গ্রামের মাঠে নিয়ে আসেন মালিকরা৷ সেই সময় অন্যের জমিতে ঢুকে ধান খেয়ে নেয় ছাগলে৷ যা বুঝতে পেরে নৃপতি গ্রামের লোকজন পাইকুনি গ্রামের চাষিদের কেটে রাখা ধান ট্রাক্টর বোঝাই করে নিয়ে চলে যায়৷

পরবর্তীতে সকালে শুরু হয় দুই গ্রামের মধ্যে ঝামেলা। নিমেষের মধ্যেই গ্রামবাসীদের মধ্যে অশান্তি বদলে যায় সংঘর্ষে। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বাঁশ-লাঠি নিয়ে দুই পক্ষের লোকজন চড়াও হয় একে অপরের ওপর৷ গ্রামের মাঠেই চলতে থাকে সংঘর্ষ৷

সংঘর্ষের খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি তোয়াক্কা না করেই নিজেদের মধ্যে সংঘর্ষে চালিয়ে যায় দুই গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি সামলাতে পরে আরও পুলিশ, কমব্যাট ফোর্স আনা হয়। পুলিশ সূত্রে খবর, মাথা ফেটে, হাতে-পায়ে আঘাত লেগে দু’পক্ষের ৮ জন আহত হয়৷ ছ’জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। দুই গ্রামের এই সংঘর্ষ ঘিরে এখনও উত্তেজনা রয়েছে এলাকায়। আতঙ্কিত গ্রামের সাধারণ মানুষ। ফের পরিস্থিতি অশান্ত হওয়ার আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply