বহু যুগের প্রচলিত রীতি ভেঙেছেন ভিকি-ক্যাট, বিয়েতে সমাজকে দিলেন কঠোর বার্তা

|

ছবি: সংগৃহীত।

ক্যাটরিনা ভিকির বিয়ের রেশ এখনও তাজা। গত ৯ ডিসেম্বর রহস্য, জল্পনা এ চমকে ভরা একটি বিয়ে দেখেছে বলিউড। তবে এরই মধ্যে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এক চমকপ্রদ ও অভিনব বার্তা দিয়েছেন ক্যাটরিনা। হাজারো জল্পনাকে ভেদ করে সেই বার্তকেই আপন করে নিয়েছেন ক্যাট ভক্তরা। বাহবার বন্যা বইয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতেও। খবর আনন্দবাজার পত্রিকার।

মূলত, বহু যুগ ধরে চলে আসা প্রথা অনুযায়ী, হিন্দু বিয়েতে কনের মাথার উপরে ফুলের চাদর ধরেন তার ভাইয়েরা। ক্যাটরিনা সেই প্রথা ভেঙে বিয়ের আসরে এসেছেন তার বোনেদের হাত ধরে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের উপস্থিতি ক্যাটরিনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ভাবেই তিনি নারীশক্তির আরেক দৃশ্যায়ন ঘটালেন নিজের বিয়ের মণ্ডপে।

ক্যাটরিনার এই পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রানাউতের মতো কট্টরপন্থী সমালোচকও। বলিউডের ‘কুইন’ কয়েক দিন আগেই ভিকি ক্যাটের বিয়ে নিয়ে কটাক্ষ করেছিলেন। ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠান দেখে সেই তিনিই সুর নরম করেছেন।

আরও পড়ুন: সামান্থার আইটেম গান নিষিদ্ধের দাবি পুরুষদের সংস্থার

ইনস্টাগ্রামে কঙ্গনার স্বীকারোক্তি— মেয়েরা সাধারণত বয়সে বড়, প্রতিষ্ঠিত পাত্রকেই বিয়ে করে। সেখানেও ছক ভেঙেছেন ক্যাটরিনা। বয়সে ৫ বছরের ছোট, তুলনায় কম খ্যাতনামী ভিকিকে তিনি হাসিমুখে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। যা সত্যিই প্রশংসনীয়।

ক্যাটরিনার পাঁচ বোন, এক ভাই। ৯ ডিসেম্বর সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাকে সেজে ক্যাটরিনা পা রেখেছিলেন বিয়ের মণ্ডপে। তাকে ঘিরে ছিলেন তার বাকি বোনেরা। তারাও সেজেছিলেন লেহেঙ্গা-চোলিতে। প্রত্যেকের পোশাকের রং নরম গোলাপি। নারীত্বের প্রতীক। তাদের হাতে ধরা ফুলের চাঁদোয়া। ইনস্টাগ্রামে সেই ছবি দিয়েছেন ক্যাটরিনা। ছবিতে তার শুভ কাজে অংশ নিতে পেরে বোনেদের চোখেমুখে আনন্দ যেন চুঁইয়ে পড়েছে। ক্যাটরিনা নিজেও পোস্টে লিখেছেন, বোনেরাই তার শক্তি।

বলিউড সংবাদমাধ্যমের খবর, সে দিনের এই বিশেষ দৃশ্য যেন রূপকথা হয়ে ধরা দিয়েছিল সকলের চোখে। চোখের পানি ধরে রাখতে পারেননি স্বয়ং ভিকি কৌশলও।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply