তিন দিনের সফরে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন ভারতের রাষ্ট্রপতি

|

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ সফরের উদ্দেশে রউনা দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এক টুইট বার্তায় তিনি এ বিহশয় নিশ্চিত করেন। টুইট বার্তায় তিনি লেখেন, বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উৎযাপন ও মুজিব শতবর্ষ পালনের জন্য তিনি তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন।

এটি প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম বাংলাদেশ সফর। ভারতীয় প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বাংলাদেশ লাল গালিচা অভ্যর্থনা প্রদান করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ১৫ ডিসেম্বর বেলা সাড়ে ১০টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ কোবিন্দকে স্বাগত জানাবেন। সেখানে ভারতের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয়া হবে।

পড়ুন: জাপানি দুই শিশু মায়ের কাছে থাকবে ৩ জানুয়ারি পর্যন্ত: আপিল বিভাগ

প্রেসিডেন্টর সফরসঙ্গী হিসেবে থাকছেন ভারতের ফাস্টলেডি, প্রেসিডেন্টর কন্যা, শিক্ষা প্রতিমন্ত্রী, দুজন সংসদ সদস্য ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply