টাইগারদের বোলিং কোচের করোনা শনাক্ত, স্থগিত অনুশীলন

|

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এতে আগামীকালের নির্ধারিত অনুশীলন স্থগিত করা হয়েছে।

বিসিবি সূত্রে জানা যায়, নিউজিল্যান্ডে পৌঁছানোর পর দুই দফায় করোনা পরীক্ষা করা হলে দুইটিতেই বাংলাদেশ দলের সবাই করোনা নেগেটিভ হয়েছিলেন। কিন্তু তৃতীয়বারের পরীক্ষায় করোনা ধরা পড়ে লঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাথের। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এখন নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করছে।

এছাড়া মুশফিক মুমিনুলদের বহনকারী ফ্লাইটের একজন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। সেই ব্যক্তির সম্ভাব্য সংস্পর্শে আসা মমিনুল, ইয়াসীর আলী, ফজলে রাব্বী, মিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, নির্বাচক আব্দুর রাজ্জাক এবং সাপোর্ট স্টাফের আরও তিন সদস্য। ওই নয় জনকে বাদ দিয়ে গতকাল জিমে ঘাম ঝরায় দলের বাকি সদস্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply