ব্রাজিলে বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন

|

ছবি: সংগৃহীত

সপ্তাহব্যাপী টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা কবলিত ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চল। বন্যা ও ভূমিধসে বাহিয়া ও মিনাস গেরাইস প্রদেশে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন।

ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে এ বন্যা পরিস্থিতি। তলিয়ে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। পানিবন্দী হয়ে পড়েছেন অঞ্চল দু’টির প্রায় ৭০ হাজার বাসিন্দা। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। নৌকায় চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। ভূমিধসের কারণে ভেঙে পড়েছে বেশ কিছু ভবন ও ব্রিজ। এতে গুরুতর আহত হয়েছে আরও দুই শতাধিক মানুষ। বেশ কিছু এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি সরবরাহ।

প্রাণহানি এড়াতে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ২০ হাজার বাসিন্দাদের। প্রায় ৭০টি শহরে জারি হয়েছে জরুরি অবস্থা। ত্রাণ সরবরাহ করছে স্থানীয় প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply