করোনা টিকা না নিলে বেতন বন্ধ, যেতে পারে চাকরিও: গুগল

|

ছবি: সংগৃহীত।

করোনার টিকা না নিলে বা টিকা সংক্রান্ত নিয়ম-কানুন না মানলে কর্মীদের বেতন বন্ধের ঘোষণা দিয়েছে জায়েন্ট টেক কোম্পানি গুগল। টিকা না নিলে হারাতে হতে পারে চাকরিও। সম্প্রতি এনবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ভ্যাকসিনেশনের প্রমাণ সংক্রান্ত নথিপত্র প্রতিষ্ঠানের কাছে জমা দেয়ার জন্য ৩ ডিসেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছিল গুগল। ওই তারিখের পর আর কোনো নথি জমা নেয়া হবে না বলে জানিয়ে দেয়া হয়। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে যারা নথি জমা দেননি, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেয় প্রতিষ্ঠানটি।

ভ্যাকসিনেশনের জন্য আরও বিশ কিছু নিয়ম ঘোষণা করছে গুগল। সে অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারির মধ্যে যে সব কর্মী কোভিড টিকার নিয়ম অনুসরণ করবেন না তাদের ৩০ দিনের জন্য সবতেন ছুটিতে পাঠানো হবে। এরপরও যদি তারা টিকা না নেন, সে ক্ষেত্রে পরবর্তী আরও ৬ মাসের জন্য বেতনহীন ছুটিতে পাঠানো হবে। এমনকি এরপর চাকরিও হারাতে পারেন তারা।

জানা গেছে, এরই মধ্যে এনিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। তবে বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি গুগল।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply