পরমাণু চুক্তি নিয়ে কথার লড়াই ইরান-যুক্তরাষ্ট্রের

|

ছবি: সংগৃহীত।

ইরান শর্ত মানলে ২০১৫ সালে হওয়া পরমাণু চুক্তিতে ফিরতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পরমাণু চুক্তির অগ্রগতি নিয়ে বিশেষ এক অধিবেশন হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। সেখানে একথা বলেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড।

তবে তেহরানের ওপর থেকে সব ধরণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতিসংঘে ইরানের প্রতিনিধি মাজিদ তাখত রাভাঞ্চি।

তিনি বলেন, আমরা কোনো নতুন শর্ত দিচ্ছি না। জেসিপিওএ’র ধারায় যা উল্লেখ আছে সেটাই বলছি। প্রায় চার বছর ধরে অধিকার ও সুবিধা থেকে আমরা বঞ্চিত। যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও অমানবিক নিষেধাজ্ঞা নিয়ে কেউ কথা বলছে না। আমরা সব ধরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই।

২০১৫ সালে ইরানের পরমাণু কার্যক্রম সীমিককরণের জন্য ও দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে একটি চুক্তি হয় বিশ্বের ৬ পরাশক্তি ও ইরানের মধ্যে। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই চুক্তি থেকে বেরিয়ে যান। সবশেষ নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতায় আসলে আবারও চুক্তিটি নিয়ে তোড়জোড় শুরু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply