কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি শাড়িসহ আটক ২ ভারতীয়

|

বঙ্গোপসাগরে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এসময় ২ জন ভারতীয় নাগরিকসহ ৮ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ ডিসেম্বর ২০২১ সকাল আনুমানিক ৫টায় বিসিজি স্টেশন সাঙ্গু কর্তৃক চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ নৌকাটিকে থামার সংকেত দেয়। নৌকাটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যগণ ধাওয়া করে নৌকাটিকে ধরতে সক্ষম হয়। পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭৪৭৮ পিস শাড়ি, ৮৮০ পিস লেহেঙ্গা জব্দ করা হয় এবং ২ জন ভারতীয় নাগরিকসহ ৮ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত অবৈধ শাড়ি এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply