নারী বিশ্বকাপের সূচি চূড়ান্ত; বাংলাদেশ প্রথম ম্যাচ লড়বে প্রোটিয়াদের বিপক্ষে

|

ছবি: সৃংগৃহীত।

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২২ এর সময়সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। আগামী ৫ই মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশের মেয়েরা।

আট দল নিয়ে অনুষ্ঠিতব্য ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৩১টি। যে হিসেবে টুর্নামেন্টের ব্যাপ্তিও হবে মোট ৩১ দিন।

৪ই মার্চ নিউজিল্যান্ড এবং উইন্ডিজের মধ্যে ম্যাচ দিয়ে পর্দা উঠে ৩ এপ্রিল ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে এবারের নারী ক্রিকেট বিশ্বকাপের।

আরও পড়ুন: ২০২২ সালে যেসব দেশের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ

৫ই মার্চ ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্য্যাচ খেলবে টাইগ্রেস। এরপর, ৭ই মার্চ একই ভেন্যুতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। আসরে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড ছাড়াও, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং উইন্ডিজ নারীদের বিপক্ষে লড়বে বাংলাদেশের নারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply