শহিদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল

|

কুয়াশামাখা ভোরেই মহান মুক্তিযুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। সংগৃহীত ছবি।

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। সব শ্রেণিপেশা ও বয়সের মানুষ শ্রদ্ধা জানান বীর শহিদদের প্রতি।

কুয়াশামাখা ভোরেই মহান মুক্তিযুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। হাজারও নারী-পুরুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে হাজির হয়েছেন সাভারে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণিপেশার মানুষ।

অনেক শিশুও বাবা মায়ের হাত ধরে স্মৃতিসৌধে এসেছেন শ্রদ্ধা জানাতে। একাত্তরের চেতনায়, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিলো সবার কণ্ঠে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান তারা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply