মার্কিন সিনেটে ৭৭৭ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

|

ছবি: সংগৃহীত

৭৭৭ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস হয়েছে মার্কিন সিনেটে। বুধবার ৮৮-১১ ভোটে বিলের পক্ষে রায় দেন আইনপ্রণেতারা। এবার প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের জন্য হোয়াইট হাউজে পাঠানো হয়েছে বিলটি।

এর আগে গত সপ্তাহে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ৩৬৩-৭০ ভোটে পাস হয় বিলটি। জো বাইডেন অবশ্য আরও ২৫ বিলিয়ন ডলার কমিয়ে বাজেটের প্রস্তাব দিয়েছিলেন।

প্রতিরক্ষা বাজেটে বরাদ্দকৃত অর্থের বেশিরভাগই যাবে পেন্টাগনে। ৭৪০ বিলিয়ন ডলার ব্যয় হবে প্রতিরক্ষা খাতে। জ্বালানি খাতে খরচ হবে ২৭ বিলিয়ন ডলার। ৯ দশমিক ৯ বিলিয়ন ডলার রাখা হয়েছে অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট হিসেবে। যা ব্যয় হবে জরুরি প্রয়োজনে।

বিশাল অংকের প্রতিরক্ষা বাজেট নিয়ে সমালোচনা করছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠনগুলো। তাদের দাবি, বহু সামাজিক কর্মসূচিতে ব্যয় করা যেতো এই অর্থ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply