এবার পাকিস্তান ছেড়ে যেতে পারে উইন্ডিজ দল। নিরাপত্তার অজুহাতে নয়, করোনার হানায়। উইন্ডিজ দলের আরও ৫ ক্রিকেটার ও কর্মকর্তা করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।
বুধবার পিসিআর টেস্টের পর এমনটি তথ্য নিশ্চিত করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। করোনার কারণে বেশ কয়েকজন ক্রিকেটার ছিটকে যাওয়ায় এবং উইন্ডিজের কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে থাকায় নতুন করে চিন্তা করতে হচ্ছে দুই বোর্ডকে।
এদিকে, বৃহস্পতিবার দুই বোর্ডের বৈঠকে বসার কথা রয়েছে। সেখানেই সিদ্ধান্ত আসবে উইন্ডিজের পাকিস্তান সফর আর মাঠে গড়াবে কিনা।
ইউএইচ/
Leave a reply