বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দেশ গণতন্ত্র হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে কোনো নির্বাচন ব্যবস্থা নেই, জনগণের নেই ভোটের অধিকার।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, ভয়াবহ এক পরিস্থিতির মধ্যে বিজয়ের ৫০ বছর পালন করছে জাতি। বর্তমানে ফ্যাসিবাদী সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। মিথ্যা মামলায় তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন ফখরুল। গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে না দেয়ার তীব্র নিন্দা জানান তিনি।
আরও পড়ুন: ‘দুর্বল নেতৃত্বের কারণে স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা অর্জিত হয়নি’
তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অত্যন্ত লজ্জার। সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইউএইচ/
Leave a reply