ফরিদপুর প্রতিনিধি:
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের মানিকনগর নামক স্থানে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি পিকআপের সাথে ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষ ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয় আরও ৫ জন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের রব্বান শেখের স্ত্রী নবী বেগম(৫৫) ও তার নাতনী ময়না বেগম (২৫)। তারা মাঝারদিয়া থেকে অটোযোগে ফরিদপুর আসছিল আত্মীয় বাড়িতে।
স্থানীয় তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, বেলা সাড়ে ১১ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফরিদপুর ও নগরকান্দা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। আমিও নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
আরও পড়ুন: শুধু পিলার দেখেই ৬ বছর পার, সেতু আর হয়নি
স্থানীয় সূত্রে জানা যায়, অটোটি মানিকনগর এলাকায় আসলে পিছন দিক থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ২৪১৪) চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ পিকআপটি জব্দ করেছে। তবে এর চালক ও হেলপার পলাতক রয়েছে।
Leave a reply