হেরাথ আইসোলেশনে, টাইগার স্কোয়াডের বাকিরা করোনা নেগেটিভ

|

রঙ্গনা হেরাথকে নেয়া হয়েছে আইসোলেশনে।

নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে নেয়া হয়েছে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে। তবে বিমানে করোনা আক্রান্ত রোগীর কাছাকছি থাকা স্কোয়াডের বাকি ৮ সদস্য সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এদিকে, নিউজিল্যান্ডে আজ প্রথম মাঠে অনুশীলনের সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে বৃষ্টিতে ভেস্তে যায় সেই সেশন।

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা আক্রান্ত হয়েছেন গত বুধবার (১৫ ডিসেম্বর)। ক্রাইস্টচার্চের প্রাতিষ্ঠানিক করোনা আইসোলেশন সেন্টারে এই লঙ্কান কোচকে সরিয়ে নিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদফতর। তবে ভালো খবর হচ্ছে, বিমানে করোনা আক্রান্ত নিউজিল্যান্ড নাগরিকদের কাছাকাছি থাকা বাংলাদেশ দলের বাকি ৮ সদস্যের সবাই সুস্থ আছেন। তৃতীয় দফা টেস্টে সবাই নেগেটিভ সনদ পাওয়ায় স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে। তবে তাদের সবাইকে ২১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে আইসোলেশনে।

বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, রঙ্গনা হেরাথকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে। স্কোয়াডের বাকি সদস্যরা ভালো আছেন।

জাতীয় সংগীত গাইছে বাংলাদেশ স্কোয়াড। ছবি: সংগৃহীত

সুখবর হলো, দলের অন্যান্য ক্রিকেটার আর কোচিং স্টাফরা পেয়েছেন মাঠে গিয়ে অনুশীলন করার ছাড়পত্র। বৃহস্পতিবার অনুশীলনের জন্য মাঠে গেলেও বৃষ্টির বাগড়ায় পণ্ড হয় সেই সেশন। আগামী শুক্রবার (১৭ ডিসেম্বর) এই ক্রিকেটাররা ৩২ সদস্যের বাংলাদেশ বহরের ২৩ জন উঠবেন টিম হোটেলে।

বাংলাদেশ পেসার এবাদত হোসেন বলেন, এখানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামার পর কিছুটা প্র্যাকটিস হয়তো করবো আমরা। তবে বেশ কিছুদিন বাইরে বেরুতে পেরে খুব ভালো লাগছে।

এদিকে, পুরো স্কোয়াড মিলে জাতীয় সংগীত গেয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। খালেদ মাহমুদ সুজন বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply