Site icon Jamuna Television

হায়দ্রাবাদের বোলিং কোচ হচ্ছেন স্টেইন

ছবি: সংগৃহীত

প্রোটিয়া কিংবদন্তি পেসার ডেল স্টেইন হতে যাচ্ছেন আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচ। ফ্র্যাঞ্চাইজিটির হেড কোচ হিসেবেওফেরত আসছেন টম মুডি।

জানা গেছে, সানরাইজার্স হায়দ্রাবাদের হেড কোচ টম মুডির সাথে কাজ করবেন সাবেক স্পিডস্টার ডেল স্টেইন। এর আগে আইপিএলে ৪টি ফ্র্যাঞ্চাইজির হয়ে মোট ৯৭ উইকেট শিকার করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।

আরও পড়ুন: ডিভিলিয়ার্স-গ্রায়েম স্মিথ-মার্ক বর্ণবাদের দায়ে অভিযুক্ত

এবারে দলটির কোচিং স্টাফে থাকছেন না ট্রেভর বেলিস, ব্র্যাড হ্যাডিন এবং ভিভিএস লক্ষণ। যে কারণে নতুন করে কোচিং স্টাফ সাজাতে হচ্ছে ২০১৬ সালের আসরে আইপিএল জয়ী দলটিকে। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সর্বমোট ৬৯৯টি উইকেট নিয়েছেন ডেল স্টেইন।

আরও পড়ুন: খেলার সাথে রাজনীতির মেশানোর টেস্টে কি লজ্জা পেয়েছিল পাকিস্তান?

Exit mobile version